লালমনিরহাট দুই দিন ব্যাপী বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
জাহাঙ্গীর আলম রিকো, হাতিবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী হাট খোলা স্কুল মাঠে ২ দিন ব্যাপী বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বৈশাখী মেলায় আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম পি। আরও উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ উমর ফারুক, গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান ডা ঃ আতিয়ার রহমান ও সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন বুলু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজন করেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল।