আজ থেকে আবারো বরিশাল থেকে,পশ্চিমাঞ্চলের ৬রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল প্রতিনিধি: কথা রাখলো না, বরিশাল পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ। বিভাগীয় প্রশাসনের ডাকে সারা দিয়েও গতকাল মঙ্গলবার নির্ধারিত দিনে সার্কিট হাউসে, সমোঝতার বৈঠকে আসেননি তারা। শুধু মাত্র বরিশাল সমিতি নয় পটুয়াখালী এবং বরগুনার। মালিক সমিতির নেত্রবৃন্দর খোজ মেলেনি সার্কিট হাউসে এলাকায়। যে কারনে ঝালকাঠি সমিতির নেত্রবৃন্দ নগরী সার্কিট হাউসে এসে ঘন্টা পর ঘন্টা বসে থেকে হতাশ হয়ে ফিরে গেছে।আর তাই আজ
বুধবার পুনরায় বরিশাল থেকে ঝালকাঠী ৬ রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠী বাস মালিক সমিতি।ইতি মধ্যে মঙ্গলবার রাতেই রুপাতলী বাসটার্মিনালে ঝালকাঠী সমিতি বাস সরিয়ে নেওয়া পুর্বে মত করে রুপাতলী থেকে ৩ কিলোমিটার দুরে রায়াপুরে অস্থায়ী বাসটার্মিনাল থেকে ঝালকাঠি শহর এবং পিরোজপুর, খলনা, বাগেরহাট সহ পশ্চিমাঞ্চলে রুটে ঝালকাঠির বাস চলাচল করবে বলে জানিয়াছেন ঝালকাঠি মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ মিলন মাহামুদ বাচ্ছু। ঝালকাঠির অধীন্ত ৮ কিলোমিটার রাস্তার ন্যায্য হিসাবে বিষয়টি চুরান্ত না হওয়া পযন্ত ঝালকাঠি বাস বরিশালে এবং বরিশালের বাস ঝালকাঠিতে প্রবেশ করতে দেওয়া যাবে না বলে হুসিয়ারি দিয়েছেন। এ দিকে দু পক্ষে ধর্মঘটের কারনে আবারো সাধারন মানষের খুবই ভোগান্তি।