রংপুরের ২২আসন আমাকে দেন, আমি সরকার উপহার দিব- জলঢাকায় এরশাদ

শরিফুল ইসলাম প্রিন্স, জলঢাকা: “আমাকে রংপুরের ২২টি আসন দেন আমি আপনাদের সরকার উপহার দিব। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন“১০ টাকা কেজির চাল আর ঘরে ঘরে চাকুরী দেবার প্রতিশ্রুতি দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলো। তবে বর্তমান সরকার তার দেয়া প্রতিশ্রæতি রক্ষা করতে পারে নাই। মানুষ ১০ টাকার চাল ৪০/৫০ টাকায় কিনছে আর বেকাররা চাকুরীও পায়নি”। সোমবার দুপুরে নীলফামারীর জলঢাকায় ডাঃ বাদশা আলমগীরসহ কিছু নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত জনসভায় কথাগুলো বলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহম্মদ এরশাদ। ১৬ মিনিটের বক্তব্যে এরশাদ খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, আমার প্রতি যে অত্যাচার আপনি করেছিলেন তার প্রতিফলনে আল্লাহ আপনার বিচার করেছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে কলেন খালেদা জিয়া আজ কোথায় ? ডাকবাংলো মাঠের জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ্ আব্দুল কাদের বুলু চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান জি.এম কাদের, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা, বিরোধী দলীয় হুইপ শওকত আলী চৌধুরী এমপি, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, নীলফামারী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ.কে. এম সাজ্জাদ পারভেজসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। সরকারের কড়া সমালোচনা করে এরশাদ তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের সময় মানুষ অত্যাচার, খুন, গুম আর জুলুম ছাড়া কিছুই পায়নি। আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে থাকবে”। উন্নয়ন যতটুকু হয়েছে সব ঢাকায়, ঢাকার বাহিরে কোন উন্নয়ন হয়নি। আমি তিস্তা ব্যারেজ করেছিলাম, তবে তিস্তা আজ ধুধু বালুচর। তিস্তা নদীতে এখন গরু গাড়ী চরে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *