ঠাকুরগাঁও হরিপুরে শীতে কাঁপছে ছিন্নমূল মানুষ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শীত এসেছে লাগলো কাঁপন-লাগলো প্রাণে দোলা,বইতে শুরু করেছে শীতের ঠান্ডা হাওয়া৷রাতভর ঘণ কুয়াশা সেই সঙ্গে হঠাৎ করে গেছে ঠান্ডার মাত্রা৷ঘণ কুয়াশায় মেঘাচ্ছন্ন আকাশে দুপুর পর্যন্ত যেনো সূর্য দেখা যাচ্ছে না৷ঘণ ককুয়াশার কারণে রাস্তায় যানবাহন চলাচল কম দেখা গেলেও যে যানবাহন গুলো চলাচল করছে সে গুলো বাতি জ্বালিয়ে চলাফেরা করছে৷
আজ শনিবার সকাল ১০:৩০মিনিটে
ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার যাদুরাণী বাজারে গিয়ে দেখা যায়,কয়েক জন মানুষ এক সাথে খড় খুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করছে৷
কথা হয় উপজেলার খামার গ্রামের আফাজ তিনি বলেন,রাত্রী বেলায় প্রচন্ড ঠান্ডা লেপ গায়ে দিয়ে ঘুমাচ্ছি ৷তবুও ঠান্ডা লাগছে৷সকাল বেলায় বিছানা থেকে মন যাচ্ছে না ৷
এদিকে শীতের কারণে গরমে কাপড়ের পরসা সাজিয়ে বসেছেন ফুটপাতে দোকানিরা ৷ফুটপাতের দোকান গুলোতে বিক্রি হচ্ছে শীতের কাপড় ৷ফুটপাতের দোকান গুলোতে ভিড় জনাচ্ছেন স্বল্প আয়ের মানুষ ও ধর্নাঢ্য ব্যক্তিরা দামদর করে শীতবস্ত্র কিনছেন ক্রেতারা ৷
কয়েক জন ফুটপাতের দোকানির সাথে কথা বলে জানাযায়,পুরনো গরম কাপড় আগে থেকে এনে রাখার কারণে শুত বাড়ার সাথে সাথে বিক্রি করতে পারছি৷তবে অতীতের যে সোয়েটার ১৫০টাকায় বিক্রি করছি৷সেই একই মানের সোয়াটার এখন বিক্রি করছি ২০০ থেকে ২৫০টাকায়৷
তবে খবর পাওয়া যায় উপজেলা প্রশাসনে পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কর হয়৷