ঠাকুরগাঁয়ে বিআরটিসি, ট্রাক, মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ১৬

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের ২৯ মাইল এলাকায় বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত : বিআরটিসি বাসের সুপারভাইজার আব্দুর রহিম বগুড়া জেলা সুত্রাপুরে বাসেদের ছেলে ।

পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা যাত্রী ভর্তি একটি বিআরটিসি বাস ঠাকুরগাঁও মহাসড়কের ২৯ মাইল নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ড্রাইভার ও হেলপার সহ কমপে ২০ জন যাত্রী আহত হন।
পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে ১৭ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে বিআরটিসি বাসের সুপারভাইজার আব্দুর রহিম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *