খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশের ঘোষণা
আগামী শুক্রবার নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
আজ রবিবার নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
ফখরুল অভিযোগ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।