কাউনিয়ার ছাত্রলীগ নেতা জামিলের জন্মদিন পালিত
কাউনিয়া প্রতিনিধি, রংপুর: রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখা’র সিনিয়র সহ-সভাপতি জামিল হোসাইন এর ২৪তম শুভ জন্মদিন উপলক্ষ্যে স্বাধীন বাংলা ক্লিনিক এন্ড নার্সিং হোম এর পরিচালক ও বাংলাদেশ বেতার এর উপস্থাপক মাহদুল হাসান পিন্টু’র আয়োজনে ১৫জানুয়ারী সন্ধ্যায় স্থানীয় বৈকালী হোটেল এন্ড রেষ্টুরেন্ট এ উৎসব মূখোর পরিবেশে কেক কাটা ও শুভেচ্ছা আলোচনার মধ্যদিয়ে উদযাপন করা হয়। ১৯৯৫সালের ১৫জানুয়ারী জন্ম গ্রহন করে জামিল। কলেজ জীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনা’র আদর্শে অনুঃপ্রানিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগ এর রাজনীতিতে জড়িত হন জামিল হোসাইন। তার জন্মদিনে শুভেচ্ছা ও রাজপথের বলিষ্ঠ কন্ঠস্বর এবং সাহসী নেতৃত্বে আগামী পথচলায় শুভকামনা করেন রাজনৈতিক সহকর্মীসহ অনেকেই।