সুন্দরগঞ্জে মাদক সম্রাট সালাম ঠসা ইয়াবাসহ গ্রেফতার
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ২৭ মামলার আসামী মাদক সম্রাট আঃসালাম ঠসা উরফে ঠসা সালামকে ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশ তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সালাম ঠসা উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের মৃত ছফু করাতির ছেলে।
জানা যায়, থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমানের নেতৃত্বে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তাজুল ইসলাম, এসআই জহুরুল ইসলাম,এসআই জিয়ারুল হক,এএসআই মুজিবুর রহমান, পুলিশ কংঃ আবুল কালাম, আল বাকী ও শাহীন গোপন সংবাদের ভিত্তিতে সাতগিরি এলাকায় অভিযান চালিয়ে সালাম ঠসাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।ওসি আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।ওসি আরোও জানান,সালাম ঠসার বিরুদ্ধে ২৭ মামলা রয়েছে।