উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনুন: শিবলী সাদিক
এম রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ: উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় আনার আহবান জানিয়েছেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মো. শিবলী সাদিক। রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে পৃথক পৃথক সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য। প্রথমে উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নের নতুন বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে নতুন পাশ বই তুলে দেন তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুশদহ ইউনিয়নের আওয়ামী লীগের সেক্রেটারি দুদু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, ৯নং কুশদহ ইউপি চেয়ারম্যান আবু শাহাদত মো. সায়েম সবুজ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ চিত্রের সম্পাদক হাসিম উদ্দিন, সাংবাদিক আব্দুল মান্নান, আব্দুস সাত্তার প্রমুখ। এছাড়াও নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও ১নং জয়পুর ইউনিয়নে গ্রাম শুভ বিদ্যুতায়ন, বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীনবরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শিবলী সাদিক। তিনি আরো বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে দিনাজপুর ৬ আসনে রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। বিএনপি জামায়াত সরকার ক্ষমতায় আসলে সাধারন মানুষের উন্নয়ন তো দুরের কথা, কৃষকেরা সার নিতে গিয়ে মৃত্যুবরন করেছে। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য খাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসুন বসন্তের কোকিলদের প্রলোভন যুক্ত বক্তব্যে সাড়া না দিয়ে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে সরকারকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে কাজ করে যাই।