হাট-ইজারা বাতিলের দাবিতে জলঢাকায় মানববন্ধন-বিক্ষোভ

শরিফুল ইসলাম প্রিন্স, জলঢাকা: নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট-বাজারের ইজারা দরপত্র বাতিল করে পূণঃ দরপত্র দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পৌরসভা হাটবাজার ব্যবসায়ী সমবায় সমিতির সদস্যরা। বৃহষ্পতিবার দুপুরে শহরের বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধীক ব্যবসায়ী অংশ নেন। এসময় সংগঠনের আহবায়ক সফিকুল ইসলাম পলাশ, ব্যবসায়ী মৃণাল বিশ্বাস, মানিক চন্দ্র রায় ও ওয়াহেদ হোসেন বাদশাসহ কয়েকজন ব্যবসায়ী বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমানে জলঢাকা পৌরসভার ঐ হাটটি এক কোটি ২৫ লাখ টাকায় ইজারা দেয়া রয়েছে। কিন্তু পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট গত ১২ ফেব্রæয়ারী নামসর্বস্ব দুটি পত্রিকায় টেন্ডার আহবান করে। টেন্ডারে হাটটির সম্ভাব্য মূল্য এক কোটি দুই লাখ ৬৩ হাজার টাকা নির্ধারন করা হয়। পরবর্তীতে গত ১২ মার্চ ১৪২৫ খ্রি: জন্য মেয়র নির্ধারিত মূল্যের থেকে প্রায় ১৫ লাখ টাকা কমে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলামের ভাই দেলোয়ার হোসেনকে ৮৮ লাখ টাকার সর্বোচ্চ দরদাতা দেখিয়ে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেন। এতে সরকার ১৫ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হবে। ব্যবসায়ীরা আরো অভিযোগ করেন, পত্রিকা দুটো বহুল প্রচারিত না হওয়ায় স্থানীয় অনেক ইজারাদার দরপত্র ক্রয় করতে পারেননি। তাই এই টেন্ডার বাতিল করে পূণঃ টেন্ডার আহবানের দাবি জানান তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। সম্প্রতি, টেন্ডারটি বাতিলের দাবীতে নীলফামারী জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন তারা। এ বিষয়ে জলঢাকা পৌর মেয়র, ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *