কোটা সংরক্ষণ সহ ৬দফা দাবীতে কাউনিয়া মুক্তিযোদ্ধা সংসদের স্বারকলিপি প্রদান

মিজান, কাউনিয়া প্রতিনিধি: চাকুরী ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ সহ ৬দফা দাবীতে কাউনিয়া মুক্তিযোদ্ধা সংসদ বুধবার (১৮ই এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানার হাতে স্বারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ডিপুটি কমান্ডার অনন্ত কুমার রায়, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, হযরত আলী, ইউসুফ আলী, মোহাম্মদ আলী, তোবারক আলী, আব্দুল হামিদ, আব্দুল লতিফ, রমজান আলী প্রমূখ। ৬দফা দাবী গুলো হলো- কোটা সংস্কারের নামে হত্যার গুজব ছড়িয়ে উস্কানী দিয়ে দেশে অরাজকতা, নাশকতা-নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। জামাত-শিবির, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী ব্যক্তি ও তাদের সন্তানদের সরকারী চাকুরীতে নিয়োগ দেয়া বন্ধ করতে হবে। জামাত-শিবির, যুদ্ধাপরাধী যারা সরকারী চাকুরীতে বহাল থেকে দেশের উন্নয়ন ব্যহত করছে এবং মুক্তিযুদ্ধ ও সরকার বিরোধী নানা চক্রান্তে লিপ্ত রয়েছে তাদের চিহ্নিত করে চাকুরী থেকে বরখাস্ত করতে হবে। যুদ্ধাপরাধীদের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের অনুকুলে বাজেয়াপ্ত করতে হবে। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে যারা পুড়িয়ে, পিটিয়ে, কুপিয়ে শ্রমিক, কর্মচারী, পেশাজীবি, মুক্তিযোদ্ধা, পুলিশ, বিজিবি, ছাত্র, যুবক, শিশু, নারীসহ অসংখ্য মানুষ হত্যা করেছে এবং আগুন সন্ত্রাস সৃষ্টি করে বে-সরকারী ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, স্পেশাল ট্রাইবুনাল গঠন করে তাদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুন্নকারী এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে কটাক্ষকারীদের বিরুদ্ধে পাশ্চাত্যের ‘হলোকাষ্ট বা জেনোসাইড ডিনায়েল ল’ এর আদলে আইন প্রনয়ন করে বিচারের ব্যবস্থা করতে হবে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *