৭০ বছর পর সৌদি আরবের আকাশসীমায় ইসরায়েলগামী বিমান

৭০ বছরের মধ্যে প্রথমবারের মতো সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে একটি বাণিজ্যিক উড়োজোহাজ ইসরায়েল পৌঁছেছে । গত বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ইসরায়েলের তেল আবিবের গুরিঅন বিমানবন্দরে পৌঁছায়।

সৌদি আরব ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। ইসরায়েলগামী উড়োজাহাজের সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের ওপর ৭০ বছরের পুরনো একটি নিষেধাজ্ঞা রয়েছে।

জানা গেছে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ জিএমটি উড়োজাহাজটি ১৬:৪৫ মিনিটে সৌদি আরবের আকাশে প্রবেশ করে। এটি ৩ ঘণ্টা ধরে ৪০ হাজার ফুট ওপর দিয়ে উড়ে দেশটির আকাশসীমা অতিক্রম করে। তারপর সেটি জর্ডান এবং পশ্চিমতীর হয়ে ইসরায়েল প্রবেশ করে। যাত্রাপথে মোট সাড়ে সাত ঘণ্টা সময় লাগে। উড়োজাহাজটি সৌদি আরবে প্রবেশের আগে ওমানের আকাশসীমা অতিক্রম করে। যদিও ওমানও ইসরাইলকে স্বীকৃতি দেয়নি।

প্রসঙ্গত, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে ঠেকাতে দৃশ্যত বৈরী দেশ সৌদি আরব ও ইসরায়েল কাছাকাছি আসছে। এমনটাই অভিমত পর্যবেক্ষদের।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *