৩৩ কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত ৩৩ কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ।
গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
এই ৩৩ কর্মকর্তারা আগামী ১২ এপ্রিল বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ১২ এপ্রিল বিকেলে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ অনুযায়ী অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হওয়া কর্মকর্তাদের পদায়িত জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে।