২৫ বছরেও উদঘাটন হয়নি দিব্যার মৃত্যুর রহস্য
জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভারতীর ১৯৯৩ সালে ৫ এপ্রিল মুম্বাইয়ের একটি ৫তলা ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছিল । তাঁর বয়স তখন মাত্র ১৯। এত অল্প বয়সে চলে যেতে হবে প্রতিভাবান অভিনেত্রী দিব্যাকে, তা হয়ত কেউ আশা করেননি। যদিও তাঁর মৃত্যুর পর মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। তবে দিব্যার মৃত্যু আত্মহত্যা, নাকি খুন, না নেহাতই দুর্ঘটনা! সে রহস্য আজও রহস্যই রয়ে গেছে।
গত ৫ এপ্রিল ছিল তাঁর ২৬তম মৃত্যুবার্ষিকী। তাঁর মৃত্যুবার্ষিকীতে নতুন করে উঠে এসেছে দিব্যার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন। অনেকেই মনে করেন দিব্যার মৃত্যু নেহাতই দুর্ঘটনা। তবে অনেকের ধারণা দিব্যা খুন হয়েছিলেন, যাতে হাত ছিল তাঁর স্বামী সাজিদ নাদিওয়াদওয়ালার। অনেকে আবার বলেন, মায়ের সঙ্গে মনোমালিন্যের জন্যই আত্মহত্যা করেছিলেন দিব্যা। তবে তাঁর ডেথ সার্টিফিকেটে অস্বাভাবিক মৃত্যুর কথাই বলা হয়েছে।