১০ হাজার কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

টুইটার, অ্যামাজনসহ বেশ কয়েকটি টেক কোম্পানির পর কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। বুধবার কোম্পানিটি ঘোষণা দিয়েছে, ২০২৩ সালের তৃতীয় অর্ধ্বের মধ্যে ১০ হাজার কর্মী ছাঁটাই করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মাইক্রোসফট বলছে, ২০২৩ অর্থবছরের দ্বিতীয় অর্ধ্বে ছাঁটাইয়ের কারণে ব্যয় হবে ১২০ কোটি ডলার। এতে প্রতিটি শেয়ারে ১২ সেন্টস মূল্যের নেতিবাচক প্রভাব ফেলবে।

এর আগে গত বছরও কোম্পানিটি কিছু কর্মী কমিয়েছিল। গত বছর জুলাই মাসে মাইক্রোসফট জানায়, অল্প কিছু সংখ্যক কর্মীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অ্যাক্সিওস সংবাদমাধ্যম অক্টোবরে জানিয়েছিল, কোম্পানির ছাঁটাইকৃত কর্মীর সংখ্যা ১ হাজারের কম।

সত্য নাদেলা নেতৃত্বাধীন কোম্পানিটির ব্যক্তিগত কম্পিউটারের বাজারও সংকুচিত হয়ে আসছে করোনাভাইরাস মহামারির প্রকোপ কমে যাওয়ার কারণে। কমেছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ও সংশ্লিষ্ট সফটওয়্যারের চাহিদা।

গত বছরের ৩০ জুন পর্যন্ত মাইক্রোসফটের ফুলটাইম কর্মীর সংখ্যা ২ লাখ ২১ হাজার। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ১ লাখ ২২ হাজার এবং আন্তর্জাতিকভাবে ৯৯ হাজার।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *