হিলিতে ১২০ বস্তা ভিজিডির চাল জব্দ
লুৎফর রহমান হিলি: দিনাজপুরের হিলিতে ১শ ২০ বস্তা ভিজিডির চাল জব্দ করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে ৫ টার দিকে বোয়ালদাড় বাজার থেকে চালগুলো জব্দ করা হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা লস্কর জানান, ৭শ ২৭ জন দুস্থ্যদের মাঝে ৩০ কেজি করে চাল প্রতি মাসে বোয়ালদাড় ইউনিয়নে বিতরণ করা হয়। আজ বিকেলে বোয়ালদাড় বাজারের শামসুল ইসলামের গোডাউন থেকে চাল গুলো হিলি বাজারে বিক্রি কারার জন্য প্রস্তুতি নিচ্ছিলো।
এমন সংবাদের ভিত্তিত্বে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শুকুরিয়া পারভীনের নির্দেশে পুলিশ চালগুলো জব্দ করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।