হিলিতে কৃষক লীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
লুৎফর রহমান .হিলি: দিনাজপুর হাকিমপুর হিলিতে বাংলাদেশ কৃষক লীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে সিপি রোড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতকা উত্তোলন,বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিযে শ্রদ্বা নিবেদন ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমদাদুল চৌধুরী, হাকিমপুর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সাম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহারাফ হোসেন মল্লিক প্রতাপ,পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান উজ্জল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিন মন্ডল,পৌর কৃষক লীগের সভাপতি মোঃ মিলন মন্ডল,পৌর কৃষক লীগের সাধার সম্পাদক রাকিব হাসান ডালিম,স্বেচ্ছা সেবক লীগের নেতা মোঃ সফিকুল ইসলাম রনজু প্রমুখ । উপজেলা কৃষক লীগের বিভিন্ন স্তরের নেতাবৃন্দ উপস্তিত ছিলেন।