সৌদি আরবে যৌন হয়রানি সম্পর্কিত নতুন আইন
সৌদি আরবে যৌন হয়রানির ব্যাপারে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের উপস্থিতিতে মন্ত্রী পরিষদের সদস্যরা এক নতুন আইন পাস করেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এই আইন পাস করা হয়।
এর আগে শূরা কাউন্সিল গত সোমবার সেই আইনের খসড়া তৈরি করে। নতুন আইনে বলা হয়েছে, যৌন হয়রানি করলে পাঁচ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ তিন লাখ রিয়াল জরিমানা করা হবে।
শূরা কাউন্সিলের সদস্য লতিফা আল সালান বলেন, সৌদি আরবের নিয়মনীতির ইতিহাসে এই আইন একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
শূরা কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, এই আইনের ফলে যৌন হয়রানি বন্ধ করা সহজ হবে এবং সবার ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে।