সুন্দরগঞ্জ আসনে উপ-নির্বাচন: আ’লীগ, জাপাসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে উপ-নির্বাচনে আ’লীগ, জাতীয় পাটিসহ ৫ প্রার্থী উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বুধবার উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবুর রহমানের নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন- আ’লীগের মনোনীত প্রার্থী প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন আফরুজা বারী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জাপার চেয়ারম্যানের আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গণ ফ্রন্টের শরিফুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) এর জিয়া জামান খান এবং স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মাসুদ। মনোনয়ন পত্র জমা দেয়ার সময় স্ব-স্ব দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আনন্দ মিছিল সহকারে প্রার্থীরা উপজেলা শহরে আগমন করেন। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর/ ১৬ সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তের গুলিতে নিহত হলে গত বছরের ২২ মার্চ প্রথম দফা উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ এমপি নির্বাচিত হন। তিনিও গত বছরের নভেম্বরে সড়ক দুঘর্টনায় আহত হয়ে সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর মৃত্যু বরণ করায় আসনটি আবারও শূন্য হয়। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষনা করে ৪ ফেব্রুুয়ারী তফশীল ঘোষনা করে। এরই প্রেক্ষিতে আগামী ১৩ই মার্চ দ্বিতীয় দফা উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে ১০ম জাতীয় সংসদের মেয়াদে মোট তিনবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।