সুন্দরগঞ্জে সাংবাদিকদের সাথে জাপা প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী’র মতবিনিময়
সুন্দরগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধা-২৯ সুন্দরগঞ্জ-১ আসনের আসন্ন সংসদ উপ-নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জাপা মনোনিত প্রার্থী হুসেইন মুহাম্মদ এরশাদের আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা এবং উপজেলা জাপার সভাপতি ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী। শুক্রবার বিকালে উপজেলা জাতীয় পাটির কার্যালয়ে সংসদ উপ-নিবার্চন সংক্রান্ত বিষয় নিয়ে ব্যারিষ্টার শামীম বলেন সাংবাদিকরা পারেন সমাজের আসল চিত্র তুলে ধরতে। বিভিন্ন অসুন্দর এবং আলোচিত কর্মকান্ডের কারণে সুন্দরগঞ্জ আজ ৫০বছর পিছিয়ে গেছে। পিছিয়ে যাওয়া সুন্দরগঞ্জকে সামনে এগিয়ে আনতে হবে। এ জন্য প্রয়োজন তরুণ নেতৃত্বের। তিনি সুষ্ঠ ও নিরপেক্ষ নিবার্চন দাবি করেন। ব্যারিষ্টার শামীম এমপি নির্বাচিত হলে সুন্দরগঞ্জে আইনের শাসন প্রতিষ্ঠা,বেকারত্ব দুরিকরন, শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, উন্নত চিকিৎসা সেবার লক্ষে,হাসপাতাল নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন গত উপ-নিবার্চনটি ছিল একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন। জাল ভোটের মাধ্যমে তাকে পরাজয় করা হয়েছে। অতিতের ভুল থেকে শিক্ষা নিয়ে জাতীয় পাটি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে কাজ করছে। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। মতবিনিময় সভায় উপজেলার সকল কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাপার সহসভাপতি আনছার আলী সরদার, রামজীবন ইউপি জাপার সভাপতি এটিএম এনামুল হক মন্টু,শান্তিরাম সভাপতি শরিফুল ইসলাম শাহিন, জোবাইদুর রহমান চাঁদ প্রমুখ।