সিলভার পর মেন্ডিসের সেঞ্চুরি

আগের দিনেই সেঞ্চুরি করেছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। এবার তার সঙ্গী কুশল মেন্ডিসও সেঞ্চুরির দেখা পেলেন। আগের দিনে ৮৩ রান নিয়ে অপরাজিত থাকা মেন্ডিস আজ সেঞ্চুরি পূর্ণ করেন। আর ১০৪ রানে দিন শুরু করা সিলভা দেড় শতক পূর্ণ করেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে এ দুজন এখনও অবিচ্ছিন্ন রয়েছেন। দলীয় ১ রানে প্রথম উইকেট হারানোর পর এ দুজন জুটি বেঁধেছিলেন। এ পর্যন্ত দুজনের ব্যাট থেকে এসেছে ২৬০ রান।

চট্টগ্রাম টেস্টে শুক্রবার সকালে তৃতীয় দিনে ফের প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। গতকাল বৃহস্পতিবার এক উইকেটে ১৮৭ রান নিয়ে দ্বিতীয় দিনশেষ করেছিল। সেখান থেকেই আজ তৃতীয় দিনের খেলা শুরু করে লঙ্কানরা। সকালের নতুন উইকেট থেকেও কোনো সুবিধা নিতে পারেনি বাংলাদেশের বোলাররা।

এর আগে মুমিনুলের ১৭৬ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৫১৩ রান করে। বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম ৯২, মাহমুদউল্লাহ অপরাজিত ৮৮ এবং তামিম ৫২ রান করেছেন। লঙ্কান বোলারদের মধ্যে রঙ্গনা হেরাথ ও সুরাঙ্গা লাকমাল তিনটি করে উইকেট নেন। এছাড়া দুটি উইকেট নেন লাকসান সানদাকান।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *