সিরিয়ায় বোমা বিস্ফোরণে শিশুসহ ৩৯ জনের প্রাণহানি
সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ এলাকা ইদলিব বোমা বিস্ফোরণের ঘটনায় ১২ জন শিশুসহ অন্তত ৩৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
সারমান্দা শহরের একটি ভবন ধ্বংস হয়েছে ওই বোমা বিস্ফোরণের ঘটনায়। এ ঘটনায় বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, নিখোঁজদের অনেকেই এখন আর জীবিত নেই।
বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ এলাকা ইদলিব। ধারণা করা হচ্ছে, ওই এলাকাটি এখন সিরিয়ার সেনাদের পরবর্তী টার্গেট। সম্প্রতি রাশিয়া সমর্থিত সিরিয়ার সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে।