সারাদেশে লাঙ্গলের জোয়ার লেগেছে – এরশাদ
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘এদেশের মানুষ নিরাপদে নেই । একমাত্র জাতীয় পার্টি ক্ষমতায় আসলে সবাই নিরাপদে থাকবে। একমাত্র লাঙ্গলই পারে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে। তাই সারাদেশে লাঙ্গলের জোয়ার লেগেছে। ‘ গতকাল মঙ্গলবার দুপুরে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শহীদ খেলার মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় তিনি এ সব কথা বলেন। আসন্ন জাতীয় নির্বাচনে লাঙ্গলের প্রার্থী ডা. রুস্তম আলি ফরাজিকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
এরশাদ আরো বলেন, আগামীতে সবার অংশগ্রহনে গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। জনগণ আর ৫ জানুয়ারির নির্বাচন দেখতে চায়না। জনগণ সকল অপশাসনের পরিবর্তন চায়। দেশে প্রশ্নপত্র ফাঁস, চাকরি ক্ষেত্রে ঘুষ দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। এভাবে আর দেশ চলতে পারেনা। দেশকে বাঁচাতে মানুষকে বাঁচাতে আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে। আমরা খুনের রাজনিতীতে বিশ্বাসী নই, শান্তিতে বিশ্বাসী। যারা বলেন আমি নূর হোসেন ও ডা. মিলনকে মেরেছি তারা মিথ্যা বলেন। যারা নূর হোসেন ও মিলনকে মেরেছে তাদের বিচার আওয়ামী লীগ ও বিএনপি আজও করেনি।
উপজেলা জাপা সভাপতি নাজমুল আহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য দেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনসুল ইসলাম মাহমুদ. কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, মুজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙা, খুলনা মহানগর জাপা সভাপতি শফিকুল ইসলাম মধু প্রমু্খ।