সারাদেশে রাত জেগে পবিত্র লাইলাতুল কদর পালন

গতকাল মঙ্গলবার সারাদেশে রাত জেগে পবিত্র লাইলাতুল কদর পালন করেছে ধর্মপ্রাণ মুসলমানরা।

লাইলাতুল কদর মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। এই রাতেই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন নাজিল হয়। এই রাতকে কেন্দ্র করে কোরআন শরিফে ‘আল-কদর’ নামে একটি সুরা অবতীর্ণ করা হয়। তাই শবেকদরের রাতটি মুসলমানরা সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা ও পুণ্যলাভের আশায় নফল নামাজ আদায় করে থাকে। কোরআন তিলাওয়াত ও জিকির-আজকার করে তারা রাত অতিবাহিত করে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গত রাতে ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাত হয়। মুসল্লিরা জিকির-আজকার করে। ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে আল্লাহর দরবারে দোয়া করা হয়।

এ ছাড়া গতকাল তারাবির নামাজের পর সারা দেশে মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *