সাবেক বিচারপতি সিনহার প্রকাশিত বইয়ের তথ্য মনগড়া – ওবায়দুল কাদের
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামে আত্মজীবনীমূলক বইয়ের তথ্য মনগড়া দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তিনি বিদেশে বসে মনগড়া ও ভুতুরে বক্তব্য বইয়ে তুলে ধরেছেন।’
ওবায়দুল কাদের বলেন, তার অন্তরজ্বালা আমরা বুঝি। তিনি কিভাবে বিদায় নিয়েছেন তা সবারই জানা। তিনি এইগুলো প্রধান বিচারপতি থাকাকালে কেন বললেন না? আর জনগণের কাছে এসেই বা কেন বললেন না?
আজ বৃহস্পতিবার পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মনবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘তার এ ধরনের বক্তব্যের জবাব দেয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’
প্রসঙ্গত, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামে আত্মজীবনীমূলক বই প্রকাশিত হয়েছে। বইয়ে এস কে সিনহা দাবি করেছেন, তিনি দেশ ছেড়েছেন ‘হুমকির মুখে’; একই কারণে বিদেশ থেকে পদত্যাগপত্র পাঠাতে বাধ্য হয়েছেন।