সহায়ক সরকারে অংশ নেওয়ার সুযোগ বিএনপির নেই -লালমনিরহাটে ওবায়দুর কাদের
আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুর কাদের বলেছেন,‘বর্তমান সংসদে প্রতিনিধিত্ব না থাকায় আগামী নির্বাচন কালীন সহায়ক সরকারে বিএনপির অংশগ্রহনের কোন সুযোগ নেই।’ এর আগের নির্বাচনে যখন তারা সংসদে ছিল তখন তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ও দিতে রাজি হয়েছিলেন প্রধানমন্ত্রী। আজ দুপুরে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের এক কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে মতবিনিময় সভায় তিনি আরো বলেন,‘ যেসব মামলায় খালেদা জিয়া আদালতে হাজিরা দেন তা বিগত তত্বাবধায়ক সরকারের সময় দুদক দিয়েছিল। কিন্তু বর্তমানে সেই মামলা নিয়ে মিথাচারিতা করছে বিএনপি। সাজা হওয়া কিংবা খালাস হওয়া আদালতের বিষয়। এখানে সরকারের করার কিছুই নেই। জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এমপির সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কর্মী সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সমাজ কল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।