সংসদীয় সীমানা অখন্ড রাখার দাবীতে জলঢাকায় মানববন্ধন

শরিফুল ইসলাম প্রিন্স, জলঢাকা: নীলফামারী -৩ (জলঢাকা – কিশোরগঞ্জ আংশিক)সংসদীয় আসনে ৩টি ইউনিয়নের সীমানা অখন্ড রাখার দাবীতে মানববন্ধন করছে ৩টি ইউনিয়নের সহাস্রধিক মানুষ। তাদের সকলের দাবী ইউনিয়ন তিনটি প‚র্বের ন্যায় জলঢাকা সংসদীয় আসনের সাথে বহাল রাখা হউক। মানববন্ধন কর্মস‚চিতে অংশ নিতে আসা পুটিমারী কালিকাপুর ডাঙ্গাপাড়া এলাকার কছির উদ্দীন,উত্তর বালাপাড়া গ্রামের ছুরত আলী ও ঘোনপাড়া এলাকার সুনীল চন্দ্র বলেন,’আমাদের বয়স থেকে আমরা জলঢাকা যা নীলফামারী-০৩ (জলঢাকা-কিশোরগঞ্জ)আংশিক আসনে জাতীয় নির্বাচনে ভোট দিয়ে আসছি।যোগাযোগসহ নানান দিক দিয়ে আসনটি আমাদের জন্য সুবিধা। তাই আমরা এই আসনটি হতে ইউনিয়ন তিনটি যাতে কোন ভাবেই বিচ্ছিন্ন করা না হয় সে দাবী রাখছি নির্বাচন কমিশনের নিকট। ‘বৃহস্পতিবার দুপুরে পুটিমারি ইউনিয়ন পরিষদ মাঠে ঘন্টাব্যপি মানববন্ধন কর্মস‚চীতে বক্তব্য রাখেন, হাসানুজ্জামান, সহিদুল ইসলাম, মিলু চৌধুরী প্রমুখ। উল্লেখ্য,সম্প্রতি নির্বাচন কমিশন কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী,বড়ভিটা ও রনচন্ডী ইউনিয়ন নীলফামারী-০৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ)নির্বাচনী আসনের সাথে সংযুক্ত করে খসড়া তালিকা প্রকাশ করে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *