শেরপুরে বোয়েসেলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর মাধ্যমে সরকারিভাবে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে শেরপুরে জব ফেয়ার অনুষ্ঠিত হযেছে।

দুই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শেরপুর শিল্পকলা একাডেমী হলরুমে ওই জব ফেয়ার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বুয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মল্লিক আনোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এ সময় শেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় হাজার খানেক চাকরি প্রত্যাশি প্রশিক্ষিত-শিক্ষিত বেকার জব ফেয়ারে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৬৬৭ জন রেজিস্ট্রেশন করেছেন। বুযেসেল ও শেরপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সরকার থেকে সার্কুলার জারি করার পর তাদের থেকে বাছাই করে বিনামূল্যে দেশের বাইরে কর্মসংস্থানের জন্য পাঠানো হবে। যারা যোগ্য তাদেরকে অনলাইন প্রক্রিয়া শেষে মোবাইলে ক্ষুদেবার্তায় জানানো হবে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *