শপিংমলে অগ্নিকান্ডে রাশিয়ায় ৩৭ জনের প্রাণহানি
রাশিয়ার মস্কো থেকে দুই হাজার দুইশ মাইল পূর্বে সাইবেরিয়ার একটি শপিংমলে অগ্নিকাণ্ডে অন্তত ৩৭ জন নিহত হয়েছে এবং ৪০ জন শিশুসহ প্রায় ৬৯ জন এখনো নিখোঁজ রয়েছে । আগুন নিয়ন্ত্রণে শতাধিক ফায়ার সার্ভিসকর্মী কাজ করছেন।
রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানিয়েছে, আগুনের কারণ এখনো জানা যায়নি। তবে তদন্ত শুরু হয়েছে। এখন পর্যন্ত ৩৭ জন নিহতের তথ্য নিশ্চিত করা গেছে।
উল্লেখ্য, এই এলাকাটি অন্যতম কয়লা উত্পাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত।