লালমনিরহাট আদিতমারীতে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট আদিতমারীর ৪নং সারপুকুর ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ন সমাজ গঠনে জনপ্রতিনিধিদের নিয়ে সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতামুলক মতবিনিময় সভা করেছে লালমনিরহাট জেলা শাখা হেযবুত তওহীদ।
মঙ্গলবার বেলা ১১টায় সারপুকুর ইউনিয়ন পরিষদ হলরুমে হেযবুত তওহীদ আদিতমারী উপজেলা শাখার সভাপতি মো. একরামুল হকের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৪নং সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম প্রধান।
উক্ত মতবিনিময়ে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে হেযবুত তওহীদের দেশব্যাপী কার্যক্রম তুলে ধরে সকলকে সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা, মাদক সহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম।
এসময় উপস্থিত ছিলেন সারপুকুর ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, সারপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল বারী, টিপার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুজ্জামান, ইউপিসদস্য শশী কান্ত, হেযবুত তওহীদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মো. জাহিদুল হক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য ডাঃ আব্দুল আজিজসহ অত্র ইউনিয়নের সকল ইউপি সদস্য ও বিভিন্ন স্থরের সুধীবৃন্দ ।