রৌমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে আলোচনা সভা
রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুর: সাড়ে ১২টার দিকে রৌমারী নদী ভাঙ্গন প্রতিরোধ আন্দোলন বাস্তবায়ন কমিটির আয়োজনে বলদমারা নৌকা ঘাটে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেত্রীবৃন্দসহ সকল শ্রেণির স¯্রাধিক লোক।
পরে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক জরিপ ও প্রশাসন (অতিরিক্ত সচিব) মো. শামসুল আলম বীরমুক্তিযোদ্ধা।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বঙ্গবন্ধু পুরষদের সভাপতি শেখ আব্দুল্লাহ, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান একেএম ফজলুল হক, রৌমারী নদী ভাঙ্গন প্রতিরোধ আন্দোলন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মো: আবু হানিফ মাস্টার, বন্দবেড় ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, প্রভাষক রেজাউল ইসলাম রেজা, উপজেলা গণকমিটির সাধারণ সম্পাদক এমএ মোমেন প্রমূখ।
বক্তারা বলেন, রাক্ষুসে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধ না করলে অদুর ভবিষ্যতে মহান স্বাধীনতার মুক্তাঞ্চল রৌমারী ও রাজিবপুর উপজেলা বাংলাদেশের মানচিত্র হতে সম্পূর্ণভাবে হারিয়ে যাবে। এ উপজেলা দুটি ভাঙ্গনের হুমকির সম্মুখীন হয়েছে। মহান স্বাধীনতার মুক্তাঞ্চল রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন।