রুহানিকে স্বাগত জানালো ভারতের সুন্নি সম্প্রদায়ের মুসুল্লিরা

ইরানি প্রেসিডেন্ট ও শিয়া সম্প্রদায়ের নেতা হাসান রুহানিকে হায়দ্রাবাদের কুতুব শাহী আমলে নির্মিত সুন্নিদের মসজিদ মক্কায় স্বাগতম জানালো ভারতের সুন্নি সম্প্রদায়ের মুসুল্লিরা।

শুক্রবার তিনি এ মসজিদে জুম্মার নামাজ আদায় করেছেন।

হায়দ্রাবাদ শহর দিয়ে ভারত সফর শুরু করার মধ্য দিয়ে এই শহরের সঙ্গে ইরানের ৫০০ বছরের সম্পর্কের ওপর আলোকপাত করেছেন হাসান রুহানি। নামাজ আদায়ের পর উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি শিয়া ও সুন্নিপন্থি ইসলাম ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। রুহানি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাসের জন্য ভারতের প্রশংসা করেন।

তিনি বৃহস্পতিবার হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে বলেন, ইসলামি বিশ্বের জন্য সবার ঐক্যবদ্ধ হওয়াটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়েই কিন্তু ভারতকে গড়ে তুলছে। তিনি বিভক্তির জন্য পশ্চিমাদের দায়ী করেন। বিবিসি।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *