রিজভীর বাসায় তল্লাশি, স্ত্রীর অভিযোগ
গতকাল বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বাসা রাজধানীর উত্তর আদাবরে সাদা পোশাকের পুলিশ তল্লাশি চালিয়েছে । বিকেল পাঁচটার দিকে এ তল্লাশি চালায় বলে অভিযোগ করেছেন রিজভীর স্ত্রী আনজুমান আরা আইভি।
আইভি বলেন, তাদের বাসা রাজধানীর উত্তর আদাবরের ঢাকা হাউজিংয়ের ১/২ নম্বর। বিকেল ৫টার দিকে বিনা অনুমতিতে ৫/৭ জন পুলিশ বাসায় ঢুকেন। এ সময় রিজভীর বাসায় কোন পুরুষ মানুষ ছিলেন না। বাসায় ঢুকেই পুলিশ জানতে চান তাদের সিসি টিভির ফুটেজ কোথায়? তিনি কোথায় চাকরি করেন।
এ সময় আইভি তাদের কাছে পাল্টা প্রশ্ন করেন, বিনা অনুমতিতে বাসায় কেন ঢুকেছেন তারা। এক পর্যায়ে পুলিশ উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি করে। সন্ধ্যা পর্যন্ত পুলিশের একটি ভ্যান, ২টি সাদা মাইক্রোবাস গেটের সামনে দাঁড়ানো ছিল। আইভি জানান, বাসায় তিনি একাকী বসবাস করেন। পুলিশের অনাহূত প্রবেশের এ ঘটনায় তিনি আতঙ্কিত।
উল্লেখ্য, রিজভী আহমেদ গত ৬ ফেব্রুয়ারি থেকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন। এদিকে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহীনুর রহমান সাংবাদিকদের জানান, আদাবরে রিজভী আহমেদের কোন বাসা আছে কিনা সেটা তারা জানেন না। কোন বাসায় অভিযান চালানো হয়নি।