রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যমে জানানো হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের রাসায়নিক হামলায় সহযোগিতা করায় শিগগিরই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।
ওয়াশিংটনের এই নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস’র এক অনুষ্ঠানে তিনি বলেন, এই নিষেধাজ্ঞা সরাসরি আসাদ ও রাসায়নিক অস্ত্র সম্পর্কিত সরঞ্জামের বিরুদ্ধে আরোপ করা হবে। তিনি আরো বলেন, আমি মনে করি এবার সবাই বুঝতে পারবে—আমরা কঠোর বার্তা দিতে চাই। আমাদের আশা, এবার তারা কথা শুনবে।
এবারের নিষেধাজ্ঞা আরোপ হলে রাশিয়ার বিরুদ্ধে তা গত চার সপ্তাহে ট্রাম্প প্রশাসনের তৃতীয় নিষেধাজ্ঞা হবে। গত মাসে রাশিয়ার কয়েকটি কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছিল ২০১৬ সালের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে। নিকি হ্যালি বলেছেন, নিষেধাজ্ঞার মানে হচ্ছে এই যে, যুক্তরাষ্ট্র কেবল সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকেই দায়ী মনে করে না। এর সঙ্গী রাশিয়া এবং ইরানকেও একই অপরাধে অপরাধী মনে করে।