রাশিয়ার দখলকৃত ৪০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

রাশিয়ার দখলকৃত ৪০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। সোমবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি এমন দাবি করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ভ্যালেরি জালুঝনি বলেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে বিভিন্ন স্থানের দখল নিতে শুরু করে তারা। তবে ইতোমধ্যেই দখলকৃত অঞ্চলগুলোর চল্লিশ শতাংশ মুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনী পূর্ণ মাত্রায় আগ্রাসনের সময় দখলকৃত অঞ্চলগুলোর ৪০ শতাংশ এবং ২০১৪ সাল থেকে রাশিয়ার দখলকৃত যাবতীয় অঞ্চলের ২৮ শতাংশ মুক্ত করেছে।

যুদ্ধের বর্তমান ফ্রন্টলাইন দেড় হাজার কিলোমিটার দীর্ঘ বলে জানান তিনি।

ভ্যালেরি জালুঝনি বলেন, আগ্রাসী বাহিনীকে মোকাবিলায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ১৭টি ইউরোপীয় দেশে সামরিক প্রশিক্ষণ নিয়েছে।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক অংশীদারদের ধন্যবাদ ২০ হাজারেরও বেশি সেনাসদস্যকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে।’

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *