রাত পৌনে ২ টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রোববার দিবাগত রাত পৌনে ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
তবে ঘন কুয়াশায় মাঝ পদ্মায় পাঁচটি ফেরি আটকা পড়েছে। এছাড়া যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে ৬টি, দৌলতদিয়া ঘাটে ৫টি ফেরি নোঙর করেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, কুয়াশার কারণে সামান্য দূরের কিছুও দেখা যাচ্ছিল না। তাই দিবাগত রাত পৌনে ২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান মহাব্যবস্থাপক নাসির।