রাণীশংকৈলে ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল প্রেস ক্লাবে ১৮ই মার্চ সকালে “দৈনিক ভোরের ডাক ” পত্রিকার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানে সংরক্ষিত ৩০১ সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা উপস্থিত ছিলেন। প্রত্রিকার সার্বিক উন্নয়ন ও উন্নতি কামনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির ধারাবাহিকতায় দেশ আজ এগিয়ে। যত দ্রুত সম্ভব দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার সাফল্য নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে। কাজের উন্নয়ন গতিশীল করতে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি সংবাদ মাধ্যম সহ সকলের আরো আন্তরিক সহযোগিতা কামনা করে উন্নয়ন মূলক কাজকে আরো গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক রেজাউল প্রধান, প্রবীণ সাংবাদিক আইয়ুব আলী ও নুরুল ইসলাম, আনিশুর রহমান বাকি, সেতাউর রহমান, আনোয়ার হোসেন আকাশ, আনোয়ার হোসেন জীবন, খুরশীদ আলম শাওন, শিরিন সুলতানা, প্রমুখ। “ ভোরের ডাক ” উপজেলা প্রতিনিধি বিজয় রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।