রাণীশংকৈলে জাতীয় যুব সংহতির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগায়ের রাণীশংকৈলে ৩রা এপ্রিল জাতীয় যুব সংহতির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় যুব সংহতি সভাপতি জয়নাল আবেদীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ উদ্দীন আহম্মদ সাবেক এমপি। উদ্ধোধক ছিলেন কেন্দ্রীয় যুব সংহতির সভাপতি আলমগীর শিকদার লোটন। প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় যুব সংহতি সম্পাদক ফকরুল আহসান শাহাজাদা। বিশেষ অতিথি রেজাউর রাজি স্বপন চেীধরী ,সদস্য সচিব জেলা কমিটি,এ্যাড জুলফিকার হোসাইন যুবসংহতি সাংগঠনিক সম্পাদক রংপুর, তিতাস মোস্তফা যুবসংহতি সাঃ সম্পাদক জয়পুর, আতিকুর রহমান সভাপতি জেলা যুবসংহতি, আজিজুল রহমান, আলহাজ এজেড সুলতান আহম্মেদ, আবু তাহের, জাহাঙ্গীর আলম, রমজান আলী, জয়নাল আবেদীন পৌর সম্পাদক, ইসাহাক আলী যুবসংহতি, ফজলু হক, সালমান শাহ বাচোর সভাপতি সহ জাতীয় পাটির নেতারা। এছাড়াও জাতীয় যুবসংহতি প্রতিটি ইউনিটের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।