রাজধানীতে হেযবুত তওহীদের উদ্যোগে জনসচেতনতামূলক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্মব্যবসা, ধর্ম নিয়ে অপ-রাজনীতি, সাম্প্রদায়িকতাসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে দেশব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে মানবতার কল্যাণে নিবেদিত আন্দোলন হেযবুত তওহীদ। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাজধানীর ভাটারা থানাধীন ঢালীবাড়ী কাঁচাবাজার এলাকায় এক মতবিনিময় সভা করেছে মানবতার কল্যাণে নিবেদিত আন্দোলন হেযবুত তওহীদ।
‘চলমান সঙ্কট মোকাবেলায় করণীয় প্রসঙ্গে’ শীর্ষক এ মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি মো. আলী হোসেন। তিনি বক্তব্যে বলেন, গত কয়েক দশক ধরে পশ্চিমা সা¤্রাজ্যবাদী দেশ-জাতিগুলো জঙ্গিবাদের ইস্যুকে তুলে ধরে একের পর এক মুসলিম দেশগুলোকে দখল করে নিয়েছে। তারা মুসলমানদেরকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তা পৃথিবীময় প্রতিষ্ঠা করার চেষ্টায় আজ প্রায় সফল হতে চলেছে। তারা ইরাক, সিরিয়া, লিবিয়া, মিসর, আফগানিস্তান ইত্যাদি দেশগুলোতে যে তাÐব চালিয়েছে তা আমরা দেখেছি। তিনি আরও বলেন, এখন সময় এসেছে সচেতন হওয়ার। আমাদেরকে সর্বদা খেয়াল রাখতে হবে যেন কেউ আমাদের ধর্মীয় চেতনাকে তথা ধর্মবিশ্বাসকে ভুল খাতে প্রবাহিত করতে পারে। খেয়াল রাখতে হবে যেন, আমাদের মধ্যে বিভেদের সূত্র ধরে কেউ আমাদের দেশ-মাটির ক্ষতি করতে না পারে। এখন সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে হেযবুত তওহীদের কার্যক্রমের সাথে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার আহŸান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. সালাউদ্দিন সালেক ঢালী, মো. সাইদুর রহমান, ঢাকা মহানগর উত্তর হেযবুত তওহীদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান টিটু, রামপুরা শাখা হেযবুত তওহীদের সভাপতি ফরিদুর রহমান রাব্বানী, হেযবুত তওহীদ সদস্য ফাহমিদা পান্না প্রমুখ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে হেযবুত তওহীদের আহŸানে সাড়া দিয়ে সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী কার্যক্রমে ঐক্যবদ্ধ সহযোগিতার অভিমত দেন এবং এ সংক্রান্ত এক গণস্বাক্ষর কার্যক্রমে অংশগ্রহন করেন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *