রংপুর তওহীদ প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আমিরুল ইসলাম, রংপুর: রংপুরে তওহীদ প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় রংপুর নগরীর সরকারি শিশু পরিবার বালক স্কুল মাঠে হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার আয়োজনে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। হেযবুত তওহীদ রংপুর জেলা ক্রীড়া সম্পাদক শামীম রানার সার্বিক তত্ত্বাবধানে ও প্রীতি ফুটবল ম্যাচে রঙ্গপুর ক্রীড়াচক্র বনাম গাইবন্ধা অগ্রদূত ক্রীড়া চক্রের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় নির্ধারিত সময় শেষে রঙ্গপুর ক্রীড়াচক্র গাইবান্ধা অগ্রদূতকে ৬-১ গোলে পরাজিত করে। রঙ্গপুর ক্রীড়াচক্রের হয়ে একাই তিন গোল করে খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ আখতারুজ্জামান।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ তাজহাট থানার অফিসার ইনচার্জ রোকোনুজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আবুল কাশেম, আনন্দলোক ডিগ্রী কলেজের প্রভাষক শামসুদ্দোহা লাভলু, কলকাতা টিভির রংপুর ব্যুরো চীফ আমিরুল ইসলাম, হেযবুত তওহীদ রংপুর জেলা সভাপতি আব্দুল কুদ্দুস শামীম, সাধারণ সম্পাদক জেবালুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাবু, ক্রীড়া সম্পাদক শামীম রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে অতিথি রঙ্গপুর ক্রীড়াচক্র ও গাইবান্ধা অগ্রদূত ক্রীড়া চক্রের খেলোয়াড় বৃন্দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ এর ট্রফি তুলে দেন।