রংপুর জেলা সম্মেলনকে ঘিরে কাউনিয়ায় জাতীয় পার্টির আলোচনা
মিজান, কাউনিয়া প্রতিনিধি: আগামী ১৬ই এপ্রিল’২০১৮ জাতীয় পার্টির রংপুর জেলা সম্মেলনে অংশগ্রহন ও সাফল্য মন্ডিত করার লক্ষ্যে কাউনিয়ায় জাতীয় পাটির এক আলোচনা সভা শুক্রবার ৩০শে মার্চ সন্ধ্যায় পার্টি অফিসে উপজেলা সভাপতি আজিজুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম ইয়াসির, জেলা যুগ্ন আহব্বায়ক আলহাজ¦ আব্দুর রাজ্জাক, কাউনিয়া-পীরগাছা সংসদীয় আসনের জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ সিরাজুল ইসলাম ভরসা, জেলা পরিষদ সদস্য ও গঙ্গাচড়া উপজেলা সভাপতি সামসুল আলম, মহানগর সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামীম সিদ্দিকী, জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি রুহুল আমিন লিটন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামসুল হক দুলাল, জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক আব্দুর রহিম রুবেল, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মজিবর রহমান ডিলার, নুর ইসলাম, সাধারণ সম্পাদক আবু জাহের খান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড এর জাতীয় পার্টি ওতার সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
এসময় বক্তারা আগামী জেলা সম্মেলনে স্বতর্‚ফ‚র্ত অংশগ্রহন নিয়ে আলোচনা করেন এবং জেলা নের্ত্বৃবৃন্দর কাছে আসন্ন সংসদ নির্বাচনে কাউনিয়া-পীরগাছা আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে সাবেক সংসদ সদস্য আলহাজ¦ করিম উদ্দিন ভরসার পুত্র আলহাজ¦ সিরাজুল ইসলাম ভরসাকে সমর্থন ও দাবী জানায়।