রংপুর জেলা ছাত্রলীগের নতুন কার্যালয় উদ্বোধন
আমিরুল ইসলাম, রংপুরঃ রংপুর জেলা ছাত্রলীগের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ষ্টেশন রোডস্থ জাহাজ কোম্পানী মোড় সংলগ্ন বাটারগলিতে আওয়ামীলীগের পুরাতন কার্যালয় সংস্কার করে ছাত্রলীগের জেলা কার্যালয় হিসেবে চালু করা হয়। বিকেল সাড়ে ৪ টায় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহাম্মেদ,সাধারন সম্পাদক এ্যাডঃ রেজাউল করিম রাজু ফিতা কেটে ছাত্রলীগ জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনি, সাধারন সম্পাদক রাকিবুল হাসান কানন সহ আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ৯৮ তম জন্মবার্ষিকী ও কার্যলয় উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।