রংপুরে হেযবুত তওহীদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
সন্ত্রাস জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা ও ধর্মব্যবসার বিরুদ্ধে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করার মহৎ কাজটি করে যাচ্ছে মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ।
আর এই কাজকে আরও বেগবান করতে বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের সভাপতিত্বে বিভাগীয় কার্যালয়ে বিভাগের সকল পর্যায়ের সম্পাদকদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল পর্যায়ের কর্মীদেরকে নিঃস্বার্থভাবে হেযবুত তওহীদের জনসচেতনতা মূলক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল আলম উখবা।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশেক মাহমুদ, রংপুর অফিস দায়িত্বশীল আব্দুর রাকিব ও বিভাগের সকল জেলার সভাপতি সম্পাদক সহ বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ।