রংপুরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
আমিরুল ইসলাম, রংপুর: মুক্তিযুদ্ধে সাহসিকতাপূর্ন অবদান রাখা ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ।
শনিবার দুপুরে চেম্বার মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিধান, উপহার ও নগদ অর্থের চেক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব। রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধূরী টিটুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে চেম্বারের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, বীরমুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু ও আবুল কাশেমসহ চেম্বারের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সংবর্ধিত মুক্তিযোদ্ধারা হলেন পীরগাছার ছাওলা ইউনিয়নের আব্দুল ওহাব, অন্নদানগর ইউনিয়নের মোস্তাফিজার রহমান ও রংপুর সদরের অনন্ত কুমার বর্মন।