রংপুরের লালবাগ রেলওয়ে বস্তি উচ্ছদের তৎপরতা বন্ধের দাবিতে লালমনরিহাটে পৃথক দুটি স্মারকলিপি পেশ
প্রেস বিজ্ঞপ্তি: পুর্নবাসন ব্যতীত রংপুর নগরীর লালবাগ রেলওয়ে বস্তি উচ্ছেদের তৎপরতা বন্ধের দাবিতে গতকাল ২৭ জুন ২০১৮ লালমনিরহাটে পৃথক দুটি স্মারকলিপি পেশ করে বস্তি রক্ষা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ।
সকাল ১১ টায় বিভাগীয় ভু-সম্পত্তি কর্মকর্তা,বাংলাদশে রেলওয়ে লালমনরিহাট এবং বেলা ১২ টায় জেলা প্রশাসক, লালমনিরহাট বরাবর এই স্মারকলিপি দুটি পেশ করা হয়। উভয় দপ্তরে স্মারকলিপি পেশকালে উপস্থতি ছিলেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, বস্তি রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সদস্য সাজু মিয়া প্রমুখ।
স্মারকলিপিতে পুনর্বাসন ব্যতীত বস্তি উচ্ছেদের তৎপরতা বন্ধের দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণকালে লালমনিরহাটের জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।