রংপুরের মিঠাপুকুরে হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
by Rangpur Express ·
রংপুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলায় জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতা ও মাদকসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা মূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা করেছে হেযবুত তওহীদ।
বুধবার সন্ধ্যায় উপজেলার ১৭নং ইমাদপুর ইউনিয়নের মাঠের হাট ফরিদা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে হেযবুত তাওহীদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হেযবুত তওহীদ রংপুর জেলার সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইমাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আফছার মিয়া।
হেযবুত তওহীদের চলমান কার্যক্রম তুলে ধরে সন্ত্রাস-জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে বক্তব্য রাখেন মুখ্য আলোচক হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস শামীম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক ব্জ্রশক্তির রংপুর ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ ইমাদ পুর ইউনিয়ন শাখার সভাপতি শ্রী অনিল কুমার গাঙ্গুলী, সাধারণ সম্পাদক মোঃ রাসেল ইসলাম আকন্দ, ফরিদা বেগম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আজাদ মাস্টার, ১৭নং ইমাদপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুর রহমান, মাঠের হাট বাজার কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আনিসুর রহমান, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী গুরুপদ মহন্ত, ইমাদপুর ইউনিয়ন জাসদ নেতা আব্দুস সামাদ প্রমুখ।
অতিথি বৃন্দ হেযবুত তওহীদের কার্যক্রমের সাফল্য কামনা করে বলেন, দেশের সঙ্কট নিরসনে সন্ত্রাস জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা মাদক ধর্মব্যবসার বিরুদ্ধে হেযবুত তওহীদ নিঃস্বার্থভাবে ধর্মের প্রকৃত শিক্ষা যেভাবে জনগণের মাঝে তুলে ধরছে তা সত্যিই সময় উপযোগী।
এই কাজের ফলে অচিরেই একটি শান্তিপূর্ণ সমাজ তথা দেশ গড়ে উঠবে বলেও মন্তব্য করেন তারা।