মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা সুপরিকল্পিত -যুক্তরাষ্ট্র

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণ এবং অন্যান্য নৃশংস নিপীড়ন সুপরিকল্পিত ও সমন্বিতভাবে চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

গতকাল মার্কিন পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সাক্ষাৎকারের ভিত্তিতে মার্কিন সরকার ওই প্রতিবেদন তৈরি করে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ভয়ভীতি দেখানো ও উৎখাতের উদ্দেশে সহিংসতা চালানো হয়েছে। সেনা অভিযানের ধরন ও মাত্রা ইঙ্গিত করে যে, ওই হামলা সুপরিকল্পিত ও সমন্বিত ছিল।

এদিকে, আগস্ট মাসে জাতিসংঘের একটি স্বাধীন ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন জানায়, গত বছর রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী অভিযানে ব্যাপকহারে হত্যা, গণধর্ষণ ‘গণহত্যার উদ্দেশ্য’ নিয়েই চালানো হয়েছে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *