মির্জা ফখরুল শঙ্কামুক্ত, ছাড়পত্র পাবেন আজ
গতকাল সোমবার উত্তরার নিজ বাসায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে পড়ায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন । চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ইউনাইটেড হাসপাতালের লিভার বিশেষজ্ঞ ডা. ফাওয়াজ শুভ জানান, বিএনপির মহাসচিব সম্পূর্ণ শঙ্কামুক্ত। আজ মঙ্গলবারই তিনি হাসপাতালের ছাড়পত্র পাবেন।
এ দিকে গতকাল সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে হাসপাতালে যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী মির্জা ফখরুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।