মিঠাপুকুরের মির্জাপুর ইউনিয়নে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত
মিঠাপুকুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলায় জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িকতা বিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠান করেছে রংপুর জেলা শাখা হেযবুত তওহীদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৈরাতী বাজারের বাশ হাটিতে হেযবুত তওহীদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হেযবুত তওহীদের কার্যক্রমের সাফল্য কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ মিয়া।
আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান।
দেশব্যাপী হেযবুত তওহীদের কার্যক্রম তুলে ধরে উপস্থিত সকলকে সন্ত্রাস-জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা ও মাদকসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ধর্মের প্রকৃত আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস শামীম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রংপুর জেলার তথ্য বিষয়ক সম্পাদক দৈনিক বজ্রশক্তি ও জেটিভি নিউজ এর বিভাগীয় ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, বৈরাতী হাটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাশেদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিপন মিয়া, হেযবুত তওহীদ মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার রাসেল আহমেদ, হেযবুত তওহীদ মির্জাপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোঃ সাজু মিয়া প্রমুখ।
আলোচনা সভার শুরুতে রাজধানী ঢাকায় জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী জনসভায় হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম এর প্রদত্ত একটি ভিডিও বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে জনসচেতনতার লক্ষ্যে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা হেযবুত তওহীদের নিঃস্বার্থ উদ্যোগকে সময় উপযোগী বলে মন্তব্য করে বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা মাদক সহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে হেযবুত তওহীদ যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে দেশের শান্তি ফিরে আসবে তাই এ কাজে সকলকে এগিয়ে আসা দরকার।