মসজিদে বোমা হামলায় আফগানিস্তানে নিহত ১৪

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে খোস্ট শহরের ইয়াকৌবি মসজিদে গতকাল রোববার বোমা হামলায় অন্তত ১৪জন নিহত হয়েছেন ও আহত ৩০ জনের বেশি। মসজিদটি একটি ভোটার নিবন্ধন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বেসামরিক নাগরিকরা নামাজ পড়ার জন্য ও নিবন্ধিত হতে মসজিদের পাশে জড়ো হলে হামলা চালানো হয়।

আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরুহকে উদ্ধৃত করে খবরে বলা হয়, খোস্ট শহরের ইয়াকৌবি মসজিদে রবিবার বোমা হামলা চালানো হয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। জঙ্গি গোষ্ঠী তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আল জাজিরাকে জানিয়েছে, দলটি হামলার সঙ্গে জড়িত নয়।

এই বছরের অক্টোবরে আফগানিস্তানে পার্লামেন্টারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে দেশটিতে ভোটার নিবন্ধন কেন্দ্র ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো হামলার পরিমাণ বেড়েছে। সম্প্রতি রাজধানী কাবুলে ও বাঘলান প্রদেশের ভোটার নিবন্ধন কেন্দ্রে বোমা হামলায় কমপক্ষে ৬৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। জঙ্গি গোষ্ঠী আইএস ওই হামলার দায় স্বীকার করেছে।

আল জাজিরার কাবুল প্রতিবেদক জেনিফার গ্লাসি বলেছেন, ভোটার নিবন্ধন কেন্দ্র, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের ওপর হামলা চালিয়ে সরকার-বিরোধীরা এই বহু প্রতীক্ষিত নির্বাচন পেছানোর চেষ্টা করছে। গত মাস থেকে নিবন্ধন শুরু হওয়ার এখন পর্যন্ত দেশটির আনুমানিক ১০ লাখ ভোটার নিবন্ধিত হয়েছেন। তবে সরকারের লক্ষ্য হচ্ছে মধ্য-জুনের আগে ১৫ লাখ নিবন্ধিত ভোটার। কাবুলে অনেক মানুষ এসব ভোটার কেন্দ্রের আশপাশে যেতে ভয় পায়। জুনের মধ্যে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১৫ লাখ হওয়ার সম্ভাবনা কম ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *